চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কিন্ডারগার্টেনের পরিচালক একটি এসইউভি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেলে সাংহাই থেকে প্রায় ৪৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্রামীণ এলাকা পেংজে কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ছোট ছোট জলাশয় ও খাল-বিল দিয়ে ঘেরা।
গাড়িটি একটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। বৃষ্টির কারণে রাস্তাটি পিচ্ছিল হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাত আসনবিশিষ্ট ওই এসইউভি গাড়িটি সাধারণত একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিশুদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় গাড়িটিতে কিন্ডারগার্টেনের কয়েকজন শিশু ছিল বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।
এর আগে কাউন্টির নিরাপত্তা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, দুর্ঘটনায় চালকসহ মোট আটজন নিহত হয়েছেন। নিহত চালক ৪৯ বছর বয়সী লুও নামের এক নারী। অন্য নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
এদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের মধ্যে তার এক বন্ধুর চার বছর বয়সী সন্তানও রয়েছে বলে নিউ সিকিউরিটি জানিয়েছে।
সূত্র : আরব নিউজ।
আরপি/এসএন