সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে দীপিকা পাড়ুকোনের সরে আসার পর থেকেই বলিউডে ৮ ঘণ্টার শিফট নিয়ে তুমুল আলোচনা চলছে। এই বিতর্কের মধ্যেই নিজের মতামত জানালেন অভিনেত্রী কিয়ারা আদভানি।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, অতিরিক্ত কাজ বা বার্নআউট কোনও শিল্পের পক্ষেই লাভজনক নয়।
৮ ঘণ্টার শিফট নিয়ে প্রশ্নে অভিনেত্রী বলেন, “বার্নআউট কারও উপকার করে না।
অতিরিক্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয় না।”
কিয়ারা জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেন মর্যাদা, ভারসাম্য এবং সম্মান।
মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, প্রসবের পর নিজের শরীরের দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছে, “তুমি একটি মানবসন্তান তৈরি করেছ এর কোনও তুলনা হয় না।”
তিনি জোর দিয়ে জানান, ভবিষ্যতে শরীরের গঠন যেমনই হোক না কেন, তিনি নিজের শরীরকে সবসময় সম্মান করবেন।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ ছবির শুটিংয়ে দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রেখেছিলেন বলেই তাকে ছবিটি থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা বিতর্ক।
পরে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, নারী হিসেবে এই সিদ্ধান্তকে যদি চাপ বা সমস্যা হিসেবে দেখা হয়, তাতেও তিনি অটল থাকবেন।
এমকে/টিএ