আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক বকুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা প্রমুখ। এ সময় বিএনপির নেতারা এ আসন থেকে বিএনপির চেয়ারপারসন যেন বিপুল ভোটে বিজয়ী হতে পারেন সেজন্য ভোটাদের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। এখানেই তিনি এসএসসি পর্যন্ত পড়াশুনা করেছেন। তার বড় বোন বেগম খুরশীদ জাহান হক ছিলেন এই আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। সেই আসনেই এবারে বিএনপি থেকে নির্বাচন করছেন বেগম খালেদা জিয়া।
এর আগে গত ২১ ডিসেম্বর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আইকে/টিএ