ছোটপর্দায় জনপ্রিয় রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে দর্শক তাকে পেয়েছেন এর আগেও। এবারও তার ব্যাতিক্রম হল না। ছোটপর্দায় ফের ধরা দিলেন জোজো। তবে এবার একটু অন্যভাবে। সান বাংলার জনপ্রিয় শো ‘লাখটাকার লক্ষ্মীলাভ”র বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে এবার আসবেন গায়িকা জোজো।
সারা বছর দর্শকদের অনেক বিনোদন উপহার দিয়েছে এই শো। একইসঙ্গে নতুন দিশা দেখিয়েছে প্রান্তিক এলাকার বহু নারীকে। দেখতে দেখতে সেই সিজন ২-এর এবার ‘মান্থলি ফিনালে’ আয়োজিত হতে চলেছে। যা মূলত ডিসেম্বর ফিনালে। আর সেই চূড়ান্ত পর্বেই উপস্থিত থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো।
এমন এক শোয়ে এসে গায়িকা বলেন, “এই শোয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। শোয়ের লক্ষ্মীদের দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতাও পালন করছে ‘লাখটাকার লক্ষ্মীলাভ। আমি সুযোগ পেলে মাঝে মাঝে শোটা দেখি। এই রিয়ালিটি শো এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে।”
আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই মাসের চূড়ান্ত পর্ব। এই পর্বের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। শোয়ে অংশগ্রহণকারীদের জীবন সংগ্রামের গল্পও শুনবেন জোজো। শুধু তাইই নয়, একইসঙ্গে থাকবে জোজোর পারফরম্যান্সও। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে এই শোয়ের প্রতিটি পর্ব সম্প্রচারিত হয় দেড় ঘন্টার।
এসকে/টিকে