বলিউডের প্রাক্তন জুটি গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে নতুন করে আলোড়ন তৈরি করেছেন সুনীতা। সম্প্রতি তিনি স্পষ্ট করে জানালেন, গোবিন্দ কোনো অর্ধেক বয়সি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জল্পনায় নেই।
অতীতে কিছু প্রতিক্রিয়ায় সুনীতা হালকাভাবে এই গুঞ্জনের কথা স্বীকার করেছিলেন। তবে এবার তিনি বললেন, “ওই মেয়েটা আসলে আমার স্বামীর টাকাপয়সা চায়।” সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় গোবিন্দ কখনও পরকীয়ায় জড়াননি। কিন্তু বর্তমান সময়ের নতুন পরিস্থিতি এবং বসে থাকার অভ্যাসকে তিনি স্বাভাবিকভাবেই ভয়ানক হিসেবে দেখেন।
তিনি আরও যোগ করেন, “আমি আশা করি ২০২৬ সালে গোবিন্দ যাবতীয় বিতর্ক শেষ করবেন। এই বছর হবে আমার জীবনের নতুন শুরু, এবং আমাদের পরিবার থাকবে সুখে।”
এবারের মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সুনীতা গোবিন্দকে নিয়ে জল্পনা-কল্পনার চক্র বন্ধ করতে চাইছেন এবং নিজের পরিবারের শান্তি ও স্থিতিশীলতার দিকে নজর দিচ্ছেন।
এমকে/টিএ