বছরের শেষলগ্নে উপস্থিত আমরা। আলো, কেকে ক্রিসমাসের প্রস্তুতি প্রায় সারা। এই সময়ে হাজারও ব্যস্ততা। বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে নানা পরিকল্পনা।
এই সময়ে নিশ্চয়ই আপনারও নানা পরিকল্পনা রয়েছে? শুধু তো অনুষ্ঠানে গেলেই হল না, প্রয়োজন পরিপাটি সাজগোজের। বেশ জমাটি ঠান্ডায় কী পরবেন বুঝতে পারছেন না তাই তো? এবার বড়দিনে সেলেব স্টাইলে সেজে উঠতেই পারেন। আপনার জন্য রইল টিপস।
বড়দিনের লাল রঙই নিশ্চয় প্রথম পছন্দ। শাহরুখকন্যা সুহানা হতে পারেন আপনার স্টাইল আইকন। বডি হাগিং স্ট্র্যাপি গাউন পরতে পারেন। সুইটহার্ট নেকের পোশাকে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী। চুল খোলা রাখুন। ঠোঁটে থাক পোশাকের সঙ্গে মানানসই লাল লিপস্টিক।
ক্রিসমাস পার্টিতে 'মিসেস দেশপাণ্ডে' মাধুরী দীক্ষিতের মতো সাজগোজ করতেই পারেন। অফ শোল্ডার ফ্লোয়িং গাউন পরুন। গলায় থাক হালকা হিরের গয়না। চোখে গাঢ় কাজল। চুল খোলা রাখুন। হালকা ঢেউ খেলানো হলে মন্দ লাগবে না।
কো-অর্ড এখন ফ্য়াশনে ইন। এই বড়দিনেও এমনই পোশাক বেছে নিতে পারেন। ক্যাটরিনা কাইফের মতো ফুলেল নকশার কো-অর্ড পরতেই পারেন।
আলিয়া ভাটের মতো ব্যাকলেস লাল ভেলভেট পোশাকেও নিজেকে সাজিয়ে তুলতে পারেন। সঙ্গে চুলে থাক ম্যাচিং বো। ভারী মেকআপের প্রয়োজন নেই। চোখে হালকা মেকআপ এবং ঠোঁটে লাল লিপস্টিকে হয়ে উঠুন ভিড়ের মাঝেও আলাদা।
ব্র্যালেট স্টাইল টপ এবং হাইওয়েস্ট লং স্কার্টও বড়দিনের রাতের পার্টির আদর্শ পোশাক। অভিনেত্রী তারা সুতারিয়ার মতো সেজে উঠতে পারেন আপনিও। চুলে খোঁপা করে নিন। চাইলে বো কিংবা বাহারি ফুল লাগাতে পারেন। চোখ এবং ঠোঁটে থাক গাঢ় মেকআপ।
বড়দিনের পার্টিতে করিনা কাপুরের মতো সেজে উঠতেই পারেন। পরনে থাক গাঢ় বাদামি রঙের বডি হাগিং পোশাক। তাতে থ্রি ডি অ্যাপ্লিকের কাজ থাকলেও শীতের রাতে মন্দ লাগবে না। কানে থাক ঝোলা দুল। হালকা হাতে খোঁপাতেই হয়ে উঠুন মোহময়ী।
শীতে কাঁপুনির ভয় লাগলে পোশাকের সঙ্গে বাহারি সোয়েটার পরতে পারেন। কিংবা জ্যাকেট। জিনসের জ্যাকেটও মন্দ লাগবে না।
বহু পার্টিতেই পোশাকবিধি থাকে। তেমন হলে ক্রিসমাসের ছোঁয়াচ থাকা পোশাকে সাজতে পারেন। ঠিক যেমন সপরিবারে সেজেছেন প্রিয়াঙ্কা ও নিকরা।
শীতে কাঁপুনির ভয় লাগলে পোশাকের সঙ্গে বাহারি সোয়েটার পরতে পারেন। কিংবা জ্যাকেট। জিনসের বা লেদারের জ্যাকেটও মন্দ লাগবে না।
কেএন/টিএ