মুম্বইয়ের পাপারাৎজ়িদের আচরণ নিয়ে জয়া বচ্চনের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সেই আবহেই আচমকা জয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ‘বিগ বস্’-খ্যাত নেটপ্রভাবী ও প্রাক্তন অভিনেতা বিকাশ জয়রাম পাঠক, যিনি ‘হিন্দুস্তানি ভাউ’ নামেই বেশি পরিচিত।
কয়েক দিন আগে এক অনুষ্ঠানে আলোকচিত্রীদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করেন জয়া বচ্চন। তিনি প্রশ্ন তোলেন, এরা কারা, কী ধরনের পোশাক পরে আসে, আদৌ কোনও পড়াশোনা আছে কি না। জয়ার এই মন্তব্যে ইতিমধ্যেই নানা মহল থেকে আপত্তি উঠেছে। বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিন্হা থেকে শুরু করে অভিনেত্রী হুমা কুরেশিও প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছেন।
এই পরিস্থিতিতেই জয়ার বিরুদ্ধে আরও কড়া ভাষায় মুখ খুললেন বিকাশ জয়রাম পাঠক। তাঁর বক্তব্য, এমন মানুষদের পিছনে কেন আলোকচিত্রীরা ছোটেন, যাঁরা নিজের সম্মান নিজেরাই বজায় রাখতে পারেন না। নাম নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন নিজে তো সস্তার শাড়ি পরেন, অথচ অন্যের পোশাক নিয়ে কথা বলেন। তাঁর দাবি, আলোকচিত্রীরা না থাকলে অনেক তারকাকেই নাকি মানুষ চিনত না।
নিজের অবস্থান স্পষ্ট করে বিকাশ জানান, তিনি সম্পূর্ণ ভাবে আলোকচিত্রীদের পাশে রয়েছেন। তাঁদের কাজকে খাটো করা বা অপমান করার প্রবণতার বিরুদ্ধেই তাঁর এই প্রতিবাদ। জয়া বচ্চনের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক যে আপাতত থামছে না, তা বলাই বাহুল্য।
এমকে/টিএ