ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আসলে তিনি বলতে চেয়েছিলেন, একদল মানুষ বিশেষ উদ্দেশ্যে ওসমান হাদিকে ব্যবহার করেছে।
তিনি আক্ষেপ প্রকাশ করে অনুরোধ করেছেন, বক্তব্যের মূল সুর বোঝার চেষ্টা করা হোক। পাশাপাশি ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক টকশোতে তাকে বলতে দেখা গেছে, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয়নি’।
তার এই বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা নিন্দা জানিয়ে বলেছেন, নিলুফার মনির আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ। কেউ কেউ তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চকে বিষয়টি দেখার এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে নিলুফার চৌধুরী মনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ করছেন অনেকে।
ইউটি/টিএ