আক্রমণভাগকে আরেকটু মজবুত করতে দলে নতুন মুখ যোগ করার চেষ্টায় আছে ম্যানচেস্টার সিটি। সেই লক্ষ্যে ক্লাবটি বোর্নমাউথের উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিয়োকে দলে আনার চেষ্টা করছে বলে, খবর ইএসপিএনের।
গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ঘানা জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচ খেলা এই ফুটবলার পেপ গুয়ার্দিওলার দলে যোগ দিতে আগ্রহী।
অবশ্য কেবল সিটিই নয়, ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে পেতে আরও কয়েকটি ক্লাব চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে এবং ক্লাবগুলো নাকি তার বাই-আউট ক্লজের সাড়ে ছয় কোটি পাউন্ড দিতে প্রস্তুত।
তাই আগামী জানুয়ারিতেই বোর্নমাউথ ছাড়তে পারেন সেমেনিয়ো। তাকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, আর্সেনাল, লিভারপুল ও চেলসির আগ্রহের কথা সংবাদমাধ্যমে এসেছে।
চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন সেমেনিয়ো। এবারের প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে আট গোল করে বোর্নমাউথের আক্রমণের ভরসা হয়ে উঠেছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিস্টল সিটি থেকে বোর্নমাউথে যোগ দেওয়া এই উইঙ্গার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৬ ম্যাচে ৩০ গোল করেছেন।
এমআর/টিএ