ফুটবল মাঠে পায়ের জাদুতে মাঝেমধ্যেই লিওনেল মেসি কিংবা নেইমারের স্মৃতি মনে করিয়ে দেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।তবে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এবার এক অনন্য পরিসংখ্যানে মেসিকেও ছাড়িয়ে গেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় মেসিকে টপকে এখন দুই নম্বরে অবস্থান করছেন ইয়ামাল।
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় এখনো সবার উপরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে রেকর্ড ৩৩৫টি সফল ড্রিবলিং করেছিলেন তিনি। সেই রেকর্ডের একদম কাছে পৌঁছে গেছেন ইয়ামাল। ২০২৫ সালে এখন পর্যন্ত ৩০৭ বার সফল ড্রিবলিং করে তালিকার দ্বিতীয় স্থানটি নিজের করে নিয়েছেন বার্সার এই নতুন 'নাম্বার টেন'। উল্লেখ্য, সেরা দশে পাঁচবার মেসির নাম থাকলেও একক বছরে সংখ্যার বিচারে ইয়ামাল তাকে ছাড়িয়ে গেছেন।
মাঝপথে চোট আর মাঠের বাইরের কিছু বিতর্ক ইয়ামালকে কিছুটা পিছিয়ে দিয়েছিল। এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে 'এল ক্লাসিকো'তে বার্সার ২-১ ব্যবধানে হারের ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে স্বরূপে ফেরেন এই ফরোয়ার্ড। বর্তমানে গোল কিংবা অ্যাসিস্টের পাশাপাশি মাঠে বল নিয়ে তার নিখুঁত কারিকুরি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্কে পরিণত হয়েছে।
পরিসংখ্যানে উজ্জ্বল ইয়ামাল চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯টি গোলের পাশাপাশি ১০টি গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি। লা লিগাতেও বর্তমানে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইয়ামাল; সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল।
এমআর/টিএ