২০২৫ সালে সামরিক সাফল্য দেখানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় প্রভাব ফেলতে ইউক্রেন ইস্যুতে নিজেদের দাবি আরো জোরালো করছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক এবং উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোভচানস্কসহ ৫ হাজারে বর্গকিলোমিটারের বেশি জায়গা দখল করেছে।

পুতিন আরো দাবি করেন, দোনেৎস্ক অঞ্চলের লাইমান ও কোস্তিয়ানতিনিভকার অন্তত অর্ধেক এলাকা এবং দক্ষিণের জাপোরিঝঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইন শহর হুলিয়াইপোলেও রুশ বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
তবে ইউক্রেন পর্যবেক্ষকরা এসব দাবির সঙ্গে একমত নন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে, স্যাটেলাইট চিত্র ও ওপেন-সোর্স ভিজ্যুয়াল প্রমাণ পুতিনের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
আইএসডব্লিউ এক বিবৃতিতে জানায়, পুতিনের দাবি করা কোনো দখলের বিষয়েই আমরা নিশ্চিত প্রমাণ পাইনি। বরং আমরা শুধু সীমিত পর্যায়ের রুশ উপস্থিতির প্রমাণ পেয়েছি—হয় অনুপ্রবেশমূলক অভিযান, নয়তো বিচ্ছিন্ন হামলার মাধ্যমে।
সংস্থাটি জানায়, হুলিয়াইপোলের মাত্র ৭.৩ শতাংশ এবং লাইমানের ২.৯ শতাংশ এলাকায় রুশ উপস্থিতির প্রমাণ মিলেছে।
আইএসডব্লিউ-এর হিসাবে, কোস্তিয়ানতিনিভকার সর্বোচ্চ ৫ শতাংশের বেশি এলাকা রাশিয়ার দখলে নেই।
সংস্থাটি আরো বলেছে, এমনকি রুশ সামরিক ব্লগারদের (মিলব্লগার) দাবিও পুতিনের বক্তব্যকে সমর্থন করে না।
মিলব্লগারদের দাবি অনুযায়ী, লাইমানের সর্বোচ্চ ৭ শতাংশ এবং কোস্তিয়ানতিনিভকার ১১ শতাংশ পর্যন্ত এলাকা রুশ বাহিনী দখল করতে পেরেছে।
এর আগে ক্রেমলিন খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক পুরোপুরি দখলের দাবিও করে।
তবে আইএসডব্লিউ-এর মতে, খারকিভ অঞ্চলের সর্বোচ্চ ৭.২ শতাংশের বেশি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।
অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, পোকরভস্ক এলাকায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের কাছ থেকে ১৬ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।
গত ১৮ ডিসেম্বর রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বিদেশি সামরিক কর্মকর্তাদের সামনে বছরের শেষ প্রতিবেদন উপস্থাপন করে বলেন, চলতি বছরে রাশিয়া ইউক্রেনের ৬,৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। এর এক সপ্তাহ আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ একই দখলের পরিমাণ ৬,০০০ বর্গকিলোমিটার বলে দাবি করেছিলেন।
তবে আইএসডব্লিউ-এর হিসাব অনুযায়ী, রাশিয়া সর্বোচ্চ ৪,৯৮৪ বর্গকিলোমিটার এলাকা দখল করতে পেরেছে, যেখানে রয়েছে ১৯৬টি বসতি-রুশ কর্মকর্তাদের দাবি করা ৩০০ বসতির তুলনায় যা অনেক কম।
এসকে/এসএন