যানবাহনে ছাত্রলীগের স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

মোটরসাইকেলসহ যেকোনো ধরণের যানবাহনে এখন থেকে আর ছাত্রলীগের লোগো বা স্টিকার ব্যবহার করা যাবে না। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, অনেক মোটরসাইকেল ও বিভিন্ন ধরণের গাড়িতে ছাত্রলীগের লোগো ব্যবহার করা হচ্ছে। ছাত্রলীগের স্টিকার ব্যবহার করে এসব যানবাহন লাগামহীনভাবে ঘুরে বেড়ায়। ওইসব যানবাহনের কারণে সংগঠনের বদনাম হয়।

তিনি আরও বলেন, ছাত্রলীগের লোগো ব্যবহার করে যারা অনিয়ম করে বেড়াচ্ছেন, তাদের তৎপরতা বন্ধ করতেই এ সিদ্ধান্ত। ছাত্রলীগ একটি সংগঠন। তার একটা লোগো থাকবে। কিন্তু সেই লোগো মোটরসাইকেল ও যানবাহনে লাগানো হবে এটা ঠিক নয়।

 

টাইমস/টিএইচ

Share this news on: