যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে বিশ্বজুড়ে ধুমধাম করে পালিত হয় বড়দিন বা ক্রিসমাস। খ্রিস্টানদের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় বাংলাদেশের শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য আমরা কি দায়িত্বশীল আচরণ করছি কি না প্রশ্ন তোলেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু সহিংসতার কথা উল্লেখ করে শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার আহ্বান জানান সাকিব।
তিনি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লেখেন, ‘রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দিপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরো কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!’
তিনি আরো লিখেছেন, ‘ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না, তবু ওদের জীবন দিতে হয়েছে! শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?’
পোস্টে তিনি আরো লিখেছেন, ‘ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’
এসকে/এসএন