বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী, যিনি তাঁর গ্ল্যামারাস লুকের জন্য পরিচিত, এবার মায়েদের শরীরের পরিবর্তন নিয়ে এক অত্যন্ত সংবেদনশীল ও শক্তিশালী বার্তা দিলেন। গর্ভাবস্থার পর বা মাতৃত্বকালীন সময়ে নারীদের শরীরের গঠন নিয়ে যে হীনম্মন্যতা তৈরি হয়, তিনি তার বিরুদ্ধে কথা বললেন।
কিয়ারা আডবাণী বলেন, "মায়েদের উদ্দেশ্যে বলছি, এই শরীরই মানবসন্তান তৈরি করেছে। এটাই সবচেয়ে বড় গর্ব। তাই শরীর যেমনই হোক, তাকে সম্মান করুন।"
সমাজে প্রায়শই নতুন মায়েদের ওজন বা শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার হতে হয় বা তারা নিজেরাই আয়নার সামনে দাঁড়িয়ে হতাশ হন। কিয়ারার মতে, একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনার চেয়ে বড় কোনো অলৌকিক ঘটনা হতে পারে না। তাই সেই শরীরটি কেমন দেখাচ্ছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই শরীরটি কী অসাধ্য সাধন করেছে। 'বডি শেমিং'-এর যুগে মায়েদের আত্মবিশ্বাস ফেরাতে তাঁর এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়।
কেএন/টিকে