বাংলা গান ও সিনেমার জগতের অন্যতম ‘আইকন’ এবং নিজস্ব ঘরানার স্রষ্টা অঞ্জন দত্ত, যিনি বরাবরই স্রোতের বিপরীতে হেঁটে নিজের আলাদা জগৎ তৈরি করেছেন, এবার সাফল্যের এক চরম সত্য তুলে ধরলেন। তিনি বিশ্বাস করেন, ভিড়ের অংশ হয়ে নিরাপদে চলা যায় ঠিকই, কিন্তু তাতে মানুষের মনে দাগ কাটা যায় না।
অঞ্জন দত্ত বলেন, "সবার মতো হলে, মানুষের মনে জায়গা পাওয়া মুশকিল। ইতিহাসে থাকতে হলে আপনাকে আলাদা হতেই হবে।"
তাঁর মতে, অনুকরণ নয়, স্বকীয়তাই হলো শিল্পীর বা মানুষের আসল পরিচয়। সাধারণের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের অদ্ভুত বা 'আলাদা' দিকটাকেই সাহসের সাথে তুলে ধরা উচিত। বেলা বোস থেকে রঞ্জনা- তাঁর সৃষ্টিগুলো প্রমাণ করে যে, প্রচলিত ধারার বাইরে গিয়েও কীভাবে ইতিহাস তৈরি করা যায়। নিজের সত্তাকে বিসর্জন না দিয়ে স্বকীয়তা বজায় রাখার এই বার্তা সৃজনশীল মানুষদের জন্য এক বড় অনুপ্রেরণা।
কেএন/টিকে