২০২৫-২৬ বিপিএলের নিলামে একমাত্র ক্রিকেটার হিসেবে নাইম শেখকে ১ কোটি ১০ লাখ দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিস। ফলে প্রশ্ন উঠেছে - নিলামে চড়া দামে বিক্রি হওয়া এই ক্রিকেটার আদৌ পুরো পারিশ্রমিক পাবেন কি না। জাতীয় দলের এই ওপেনার শতভাগ অর্থই পাবেন, আশ্বস্ত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা খুবই সহজ। নিলামে যা হয়েছে, তার পুরো দায়ভার নেওয়া হবে। সংশ্লিষ্টদের যে পাওনা রয়েছে, তা পরিশোধ করা হবে। আর্থিক দিক থেকেও কোনো সমস্যা নেই। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ১০ কোটি টাকা নিশ্চিত করা হয়েছে।’
এই অর্থ বিসিবি নিজের কাছে রাখবে নাকি ফেরত দেওয়া হবে-এমন প্রশ্নের উত্তরে মিঠু বলেন, ‘লিগ্যাল ডিপার্টমেন্টের মতামত পাওয়ার পর বিষয়টি জানানো হবে। কারণ এটি পুরোপুরি আইনগত বিষয়। দল পরিচালনার সক্ষমতা না থাকলে ফ্র্যাঞ্চাইজি কেন নেওয়া হলো-সেই প্রশ্নও আছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে নাইমের পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও সাম্প্রতিক বিপিএল পারফরম্যান্সই বদলে দিয়েছে তার মূল্যায়ন। জাতীয় দলের জার্সিতে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬০ রান করেছেন তিনি, গড় ২৩.৮৮। বিপিএলে তার গড় কিছুটা ভালো- ২৭.৯৪।
তবে ২০২৪–২৫ মৌসুমে নিজের ব্যাটেই নতুন পরিচয় গড়েছেন নাইম। ১১তম আসরে তিনি করেন ৫১১ রান, যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকের ধারাবাহিকতায়ই নিলামে চট্টগ্রামের আস্থার প্রতিদান পেয়েছেন এই ওপেনার।
টিজে/টিকে