মার্কিন নাগরিকদের জন্য ব্যাপক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে। এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন প্রবেশ-নিষেধাজ্ঞার জবাবে নেওয়া হয়েছে, যা নাইজারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।
নাইজার নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
তথ্যানুসারে, নাইজার সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে সব মার্কিন নাগরিককে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে।
এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য নাইজারের ভূখণ্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে একটি কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, এই ব্যবস্থা ইতোমধ্যে এ সপ্তাহ থেকেই কার্যকর হতে শুরু করেছে।
ওই কূটনৈতিক সূত্র জানিয়েছেন, সিদ্ধান্তটি পারস্পরিকতার নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে। এটি নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে এবং নিয়ামির পররাষ্ট্রনীতির অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপটিকে তারা একটি দৃঢ় কিন্তু পরিমিত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, যা তাদের দৃষ্টিতে নাইজেরিয়ান নাগরিকদের প্রতি অসম আচরণের জবাব।
এমআর/এসএন