পটুয়াখালীর গলাচিপায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু।
জানা গেছে, গত শুক্রবার ঢাকা মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন নিতুর শ্বশুর মো. সেলিম খান।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পটুয়াখালী জেল হাজত থেকে তাকে নিয়ে আসা হয়। জৌনপুরী খানকায় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার শ্বশুরের দাফন শেষে ওয়ার্না মার্জিয়া নিতুকে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেএন/টিএ