বলিউডের অভিজ্ঞ অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। কাটিয়ে ফেলেছেন তিন দশক। ২৭ ডিসেম্বর সেই তারকার ৬০ বছরের জন্মদিন। একসময়ে উন্মুক্ত অ্যাব্স দেখিয়ে ঝড় তুলতেন পর্দায়। তাঁর মেজাজকে খানিক ভয় পেতেন বি-টাউনের অন্যরা। আজ তাঁর বয়স বেড়েছে, চেহারাতেও এসেছে বদল। কিন্তু আজও তাঁর ব্যক্তিত্বের ভার অটল।
সলমন খান নামের আগে তাই বিশেষণের প্রয়োজন পড়ে না। তাঁর ছবি ও চিত্রনাট্যের সমালোচনা হয় বিস্তর, কিন্তু অনুরাগীরা আজও প্রেক্ষাগৃহে ভিড় করেন তাঁর ছবি দেখতে। তাঁদের কাছে সলমনের ৬০ বছর বয়স, সংখ্যা ছাড়া আর কিছু নয়। শুধু অভিনয় নয়, এই ৬০ বছরে বহু রকমের কাজ করে আজ তিনি ২৯০০ কোটি টাকার মালিক। কী কী রয়েছে এই সম্পত্তির মধ্যে?
