গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ জান্নাতুল ফেরদৌস ফেমাস (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ফুলপুকুরিয়ায় ২৪ সালের বিস্ফোরক, মারামারি, ভাঙচুর মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ফেমাস শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের ধাওয়াগীর খারাপাড়া গ্রামের মিনু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ফেমাসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে শনিবার দুপুরে ফুলপুকুরিয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়।
এমআর/টিকে