বলিউডের 'ভাইজান' এবং সুপারস্টার সালমান খান, যিনি তাঁর নিজস্ব স্টাইল এবং সোজাসাপটা কথা বলার জন্য পরিচিত, এবার সময়ের সঠিক ব্যবহার ও শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ পাঠ দিলেন। তিনি মনে করিয়ে দিলেন যে, বর্তমান সময়টাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ, তাই একে অবহেলা করা উচিত নয়।
সালমান খান বলেন, "বর্তমান উপহার, এটিকে সঠিক ভাবে ব্যবহার করো। বর্তমানে কোনও ভুল করো না। বার বার করা ভুল অভ্যাসে পরিণত হয়।"
ইংরেজি 'Present' শব্দটির অর্থ উপহার। সালমান খানের মতে, আজকের এই সময়টি ঈশ্বরের দেওয়া উপহার, তাই এর সদ্ব্যবহার করা জরুরি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মানুষ যখন বর্তমানে দাঁড়িয়ে একই ভুল বারবার করতে থাকে, তখন অজান্তেই তা তার স্বভাবে পরিণত হয়ে যায়। আর একবার বাজে অভ্যাস তৈরি হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা কঠিন। তাই ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কেএন/টিকে