লরিয়াস জয়ী প্রথম ফুটবলার মেসি

প্রথমবারের মত লরিয়াস জয় করলেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এর আগে পাঁচবার মনোনয়ন পেয়েও লরিয়াস পুরষ্কার ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টাইন ফুটবল সেনসেশনের। কিন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লরিয়াসের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মত কোনো ফুটবলার হিসেবে এই পুরস্কার জয় করলেন বার্সেলোনার প্রাণভোমরা।

সোমবার জার্মানির বার্লিনে জমকালো অনুষ্ঠানে লরিয়াস বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার বর্ষসেরা নারী জিমন্যাস্ট হিসেবে লরিয়াস জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমনে বাইলস। আর মেসি পুরস্কার জিতেছেন বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ছয়বারের ফর্মুলা ওয়ান জয়ী লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে।

এছাড়া লরিয়াসের বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাগবি দল। এছাড়া দর্শকদের ভোটে গত দুই দশকে সেরা ক্রীড়া মুহূর্ত উপহার দেয়ায় পুরস্কার পেয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: