জাপা কো-চেয়ারম্যান মোস্তফা

‘কমপক্ষে ১০০ আসনে জয়ের লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি ২৪৩টি আসনে প্রার্থী দিলেও কমপক্ষে ১০০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনী পরিবেশ ভালো থাকলে মানুষ ভোট দিতে আগ্রহী হবে। ভোটারদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে এবং প্রত্যেক প্রার্থী অবাধে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারলে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া কিছু নেতা আবারও মূল দলে ফিরে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন দলের মনোনয়নও পেয়েছেন। যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে কিংবা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারবে, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা রংপুর-১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। তার আসনে জয়ের মধ্য দিয়েই জাতীয় পার্টির জয়যাত্রার সূচনা হবে।

তিনি আরও বলেন, আমরা চাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
রংপুর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, রংপুর-১ আসনে লাঙলের গণজোয়ার উঠেছে। আমি দীর্ঘদিন ধরে এখানকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টিতে সক্রিয় না থাকলেও আমার ছোট ভাইয়ের মাধ্যমে দলের জন্য কাজ করেছি। এই আসনের মানুষের কাছে আমার একটি ক্লিন ইমেজ রয়েছে। সে কারণে তারা এ নির্বাচনে আমাকে জয়ী করে সংসদে পাঠাতে চায়। জাতীয় পার্টি ও আমার আলাদা একটি নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি রংপুর-১ আসনের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফারুক আহমেদ, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার মঞ্জুম আলী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি যুক্তরাজ্যের লাইম হাউস আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিভার্সিটি ওয়েস্ট অব ইংল্যান্ড শাখা ছাত্রলীগের সাবেক নেতা। তিনি স্থানীয় জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদির বড় ভাই। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

Share this news on:

সর্বশেষ

img
এনসিপি’র সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম Dec 28, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ, এনসিপির ফরম নিলেন ছোট ভাই Dec 28, 2025
img
মুসলিম আমেরিকানদের নেতৃত্বে বিশ্ব জাগরণের আশা এরদোয়ানের Dec 28, 2025
img
‘অলীক সুখ’ এর পর ফের সোহিনী-দেবশঙ্কর! Dec 28, 2025
img
খরচ কমাতে লেভান্ডোভস্কিকে গোল না করার পরামর্শ বার্সার! Dec 28, 2025
img
নায়ক থেকে ব্যবসায়ী, নতুন ছবি আসার আগে অন্য পেশায় অঙ্কুশ! Dec 28, 2025
img
খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা সোমবার Dec 28, 2025
img
পোশাক ও বস্ত্র খাতে অন্তর্বর্তী সরকার পুরো ব্যর্থ: বিটিএমএ সভাপতি Dec 28, 2025
img
বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর আদায়ে ছাড় দেওয়া হবে না : চসিক মেয়র Dec 28, 2025
img
বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট নয়, আসনভিত্তিক সমঝোতা হতে পারে: জি এম কাদের Dec 28, 2025
img
কত হাজার কোটি সম্পত্তির মালিক বলিউড অভিনেতা সালমান? Dec 28, 2025
img
অপেক্ষার প্রহর শেষ, অবশেষে বিপিএলে সাদমান Dec 28, 2025
img
আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান রিজভীর Dec 28, 2025
img
নার্সারি স্থাপনে ২৫ নারী উদ্যোক্তাকে জায়গা বরাদ্দ দিল ডিএনসিসি Dec 28, 2025
img
গলদা-বাগদা চিংড়ির উৎপাদন পরিকল্পিতভাবে বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা Dec 28, 2025
img
ভোটকেন্দ্র সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ Dec 28, 2025
img
সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস Dec 28, 2025
img
খালেদা জিয়ার আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা Dec 28, 2025
img
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন: ইসি Dec 28, 2025
img
জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণ ব্যাখ্যা নাহিদ ইসলামের Dec 28, 2025