ছোটপর্দার দর্শক এবার নতুন গল্পের সঙ্গে পরিচিত হতে চলেছেন। জি বাংলার পর্দায় আসতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’, যেখানে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের জুটি। বড়পর্দায় ‘অলীক সুখ’ ছবির পর আবারও তাঁরা পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন। নতুন ধারাবাহিকটি ভিন্ন স্বাদের প্রেমের গল্পে দর্শকের মন জয় করার প্রস্তুতি নিচ্ছে।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুট সম্পন্ন হয়েছে। ‘কমলা নিবাস’ মূলত একটি পরিবারের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পে সাংসারিক কূটকচালি ও নায়ক-নায়িকার আদ্যোপান্ত প্রেমের ভিড়ের মধ্যে দু’টি পরিণত মানুষের ভালোবাসার গল্প দর্শকের মনকে ভিন্নভাবে স্পর্শ করবে। সোহিনী সেনগুপ্ত ধারাবাহিকে মুখ্য চরিত্রে প্রথমবার অভিনয় করছেন। অন্যদিকে, দেবশঙ্কর হালদার ছোটপর্দায় দীর্ঘ সময়ের পর ফিরছেন এবং নতুন গল্পে ভিন্ন স্বাদের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন।
এই জুটি ও নতুন গল্পের সংমিশ্রণ দর্শকের জন্য কৌতূহল ও আগ্রহ বাড়াচ্ছে। ‘চিরসখা’ ধারাবাহিকের পর পরিণত প্রেমের নতুন গল্পে তাদের উপস্থিতি বাংলা টেলিভিশনের ভিন্নধারার ধারাবাহিক হিসেবে চিহ্নিত হবে।
আরপি/টিএ