সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ায় নির্বাচনী কর্মশালা প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী এ নির্বাচনী কর্মশালা হওয়ার কথা ছিল।
রবিবার রাত ৯টার দিকে দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মৌসুম উদ্দিন শোভন। তিনি বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে রাশেদ খানকে কখনো আমরা কাছে পাইনি।
তিনি কালীগঞ্জের বাসিন্দাও না। একজন বহিরাগত প্রার্থী আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে মনোনয়ন না দেওয়ায় ছাত্রদলের নির্বাচনী কর্মশালা প্রত্যাখ্যান করা হয়েছে।’
জানা গেছে, ইতিমধ্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। গতকাল শনিবার তিনি ঝিনাইদহ সদর এলাকা থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন।
এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এদিকে রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় কান ধরে ও নাকে খত দিয়ে বিএনপির রাজনীতি ত্যাগ করার ঘোষণা দিয়েছে যুবদল নেতাসহ বিএনপির দুই কর্মী।
এ ছাড়া কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এসএস/টিএ