বলিউডে নিজের অভিনয় জীবনের শুরু থেকেই বিশেষ পরিচিতি অর্জন করেছেন ইমরান খান। বয়স কম হলেও ভক্তের সংখ্যা ছিল তুঙ্গে। তবে পরিবারের সঙ্গে তার তারকা জীবনের মসৃণ ভাবনার ধারণা বাইরে থেকে সম্পূর্ণ সত্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান স্পষ্ট করে জানালেন, তিনি আমির খানের ভাগ্নে হলেও তাঁর পারিবারিক সম্পর্ক সম্পত্তি বা অর্থের দিক থেকে কোনো সুবিধা দেয় না। ইমরান বলেন, ‘আমির খান আমার মায়ের তুতো ভাই। তাই তাঁর সম্পত্তি বা প্রতিপত্তিতে আমার কোনও অংশ নেই।’
অভিনেতা জানিয়েছেন, টাকা-পয়সার প্রতি তাঁর আগ্রহ খুব বেশি নেই। এমনকি একবার দুবাই সফরের সময় একটি সোনার আইফোন উপহার দেওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ক্লান্ত অবস্থায় হোটেলে ফিরে ঘুমানোর মধ্যে তিনি নিজের আনন্দ খুঁজেছিলেন। ইমরান বলেন, “ধন্যবাদ, কিন্তু আমার দরকার নেই। তুমি সোনার আইফোন রাখো। আমি এখন গরম জলে স্নান করব, তার পরে ঘুমিয়ে পড়ব।” পরের দিন সকালেই তাঁর ফ্লাইট থাকায় সোনার আইফোনের লোভে তিনি দোকানে যাননি। তাঁর বদলে ওই ফোনটি অন্য এক অভিনেতাকে দেওয়া হয়েছিল।
ইমরানের এই মন্তব্য ও গল্প প্রকাশ করে যে, তারকা জীবনের ঝলমলে আড়ালে ব্যক্তিগত পছন্দ ও সাধারণ জীবনধারা কতটা ভিন্ন হতে পারে।
আরপি/টিএ