প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-২০) খেলছেন সাকিব আল হাসান। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টের শুরুতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সময় যত গড়িয়েছে, নিজের খোলস ছেড়ে বের হয়ে আসছেন টাইগার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
৩৮ বর্ষী সাকিব ব্যাট হাতে এখনও তেমন সাফল্য না পেলেও একের পর নজরকাড়া বোলিং করে চলেছেন। বাংলাদেশের এ অলরাউন্ডারের ক্রিকেটের প্রতি রয়েছে বেশ ক্ষুধা। এখনও ক্রিকেটকে উপভোগ করেন ১৯ বছরের কিশোরের মতোই। বাইশ গজের প্রতি এমন ভালোবাসর কথাই জানালেন আইএল টি-টোয়েন্টির সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায়।
ভিডিওতে সাকিব মাঠের ভেতরে ও বাইরে নিজের প্রস্তুতির কথা বলেন। তিনি জানান, কঠোর নেট সেশন এবং জিম রুটিন থেকে শুরু করে মাঠে নামার আনন্দ এবং যৌবনকাল থেকেই খেলার প্রতি ভালোবাসার কথা। তিনি বলেন, ‘আমি দিনে এক বেলা জিম করি, কখনও প্রয়োজন হলে দিনে দুবারও করেছি, কিন্তু সেটা মাঝে মধ্যে। ক্রিকেটের প্রতি আমার এখনও ক্ষুধা আছে, নাহলে আমি ক্রিকেট খেলতে পারতাম না। খেলাটা আমি এখনও ভালোবাসি, যেমনটা আমি ছোট বেলায় ভালোবাসতাম যখন আমার বয়স ১৯ ছিল। খেলা আমাকে খুশি রাখে। যখন আমি মাঠে নামি তখন আমার মন উজ্জীবিত থাকে, মনে হয় বেঁচে উঠেছি।’
তিনি আরও বলেন,‘আমি নেটে কঠোর পরিশ্রম করি এবং সময় দেই, নাহলে শরীর ধীর হয়ে যায়। বেশকিছু দিন আগে আমার সাঙ্গাকারার (কুমার সাঙ্গাকারা) সাথে দেখা হয়েছিল, তিনি আমকে এটা বলেছেন এবং আমিও সেটা বুঝতে পেরেছিলাম। কারণ আমদের ছন্দে আসতে কিছুটা সময় লাগে। কয়েক সেশন পর অভ্যস্ত হওয়া যায়।’
‘ক্রিকেটে সবার আলাদা একটা দায়িত্ব থাকে। একজন ব্যাটার পার্থক্য তৈরি করে দিতে পারেন, কিন্তু একজন বোলার ম্যাচ জেতাতে পারেন। আপনার যত ভালো ব্যাটিং দল থাকুক না কেন, ভালো বোলিং বিভাগ না থাকলে হবে না। তাই আমি মনে করি বোলিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিকল্পনা কমিয়ে দিয়েছি এবং বর্তমানে একটি স্বস্তিদায়ক অবস্থানে আছি।’
উল্লেখ্য, গতকাল শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সাকিবের এমআই এমিরেটস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সাকিব ৪ ওভার বল করে ১১ রান দিয়ে একটি উইকেট নেন। সাকিবের করা ২৪ বলের মধ্যে ১৫টি ডটবল দিয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাটাররা রান নিতে পারেনি। তার দলও ৮ উইকেটে জয় তুলে কোয়ালিফায়ারে উঠেছে।
এসকে/এসএন