গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজু প্রধান নামে সাবেক এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত সাজুকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত সাজু প্রধানকে তালুককানুপুর ইউনিয়নে বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সাজু প্রধান নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে। সে সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানায় পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাজু লিমন হত্যা মামলার আসামি ছিলেন।
ইউটি/টিএ