বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানো (পুশইন) ১৪ ভারতীয় নাগরিককে তাদের নিজ দেশে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এই পুশব্যাক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে শুক্রবার বিএসএফ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ওই ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ তাদের ১৪ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে কড়া অবস্থান গ্রহণ করে। পরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট প্রেমপাল সিংয়ের উপস্থিতিতে রোববার দুপুরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু ছিল। তাদের একজন জব্বার আলী। তিনি বলেন, আমরা সবাই ভারতের ওড়িশা প্রদেশের জগশ্বরপুর জেলার নাগরিক। আমাদের কাছে থাকা আধার কার্ড ও নাগরিক পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে। শুধু মুসলিম হওয়ার কারণে আমাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই।
রৌমারী সীমান্ত দিয়ে ৩ নাগরিককে ঠেলে পাঠাল বিএসএফ : কুড়িগ্রামের রৌমারী প্রতিনিধি জানিয়েছেন, রোববার ভোরে রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফ তাদের তিনজন নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৯নং এলাকা দিয়ে কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে ঠেলে পাঠায়।
তারা হলেন- আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম, একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী ও রোহা থানার সমস আলীর ছেলে ইদ্রিস আলী। তারা উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রাম-বাগেরহাট বাজারে ঘোরাঘুরি করছিল। পরে স্থানীয়রা জিজ্ঞাসা করলে তারা ভারতের নাগরিক বলে নিশ্চিত করেন।
গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মানিক মিয়া জানান, ৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর সীমান্ত- দিয়ে ৫ জনকে পুশইন বিএসএফের : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ১৫ দিনের ব্যবধানে আবারও জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষন বিওপির আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একই পরিবারের জন্য ৪ জন রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলায়।
অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায় বলে জানিয়েছেন ১৬ বিজিবির বিভিষণ বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আটকদের বিজিবি তাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে, ১৪ ডিসেম্বর এই সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশিকে আটক করে বিজিবি।
পিএ/টিএ