ঢাকা-২ আসন

মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য মো. আমান উল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমান বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের জনগণ অতীতে আমাকে চার চারবার বিপুল ভোটে জয়ী করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে আমার যে দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা রয়েছে, সেটির প্রতিফলন এবারও ভোটের মাধ্যমে দেখা যাবে। ইনশাআল্লাহ, কেরানীগঞ্জবাসী এবারও আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

আমান বলেন, ঢাকা-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামী দিনেও জনগণের পাশে থেকে কাজ করতে চান।

তিনি বলেন, কেরানীগঞ্জের মানুষ আমার রাজনৈতিক জীবনের শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আবারও মাঠে নেমেছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে এবং সেই রায় বিএনপির পক্ষেই যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দীন, যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা আমান উল্লাহ আমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, আমান উল্লাহ আমান কেরানীগঞ্জের মানুষের সুখ-দুঃখের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বেই ঢাকা-২ আসনে বিএনপি এবার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে আমান উল্লাহ আমানের বিজয় নিশ্চিত।

টিজে/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
'শুধুমাত্র নিরপরাধ মানুষকে বাঁচাতে চেয়েছিলাম' , সিডনিতে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ Dec 29, 2025
img
ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার Dec 29, 2025
img
টেনিসে ৫২ বছর আগের স্মৃতি ফেরালেন সাবালেঙ্কা-কিরিওস Dec 29, 2025
img
ফেনী-২ আসনে মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Dec 29, 2025
img
নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 29, 2025
img
নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম Dec 29, 2025
img
বিএনপি ছেড়ে জামায়াতের জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি Dec 29, 2025
img
ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 29, 2025
img
নাগরিকদের প্রেম করার জন্য অর্থ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার Dec 29, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা Dec 29, 2025
img
নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : শামা ওবায়েদ Dec 29, 2025
img
ইন্দোনেশিয়ায় ৮ কোটি ছাত্রছাত্রী পাচ্ছে বিনামূল্যে খাবার Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিলেন লুৎফুজ্জামান বাবর Dec 29, 2025
img
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের Dec 29, 2025
img
রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প Dec 29, 2025
img

বগুড়া-৭

খালেদা জিয়ার টিপসই দেওয়া মনোনয়নপত্র জমা দিলেন নেতারা Dec 29, 2025
img
স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব : খলিলুর রহমান Dec 29, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Dec 29, 2025
img
এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন Dec 29, 2025
img
ইনজুরির কাছে হার মেনে অবসরে গেলেন ব্রেসওয়েল Dec 29, 2025