ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ এবং সংবেদনশীল নির্মাতা ও অভিনেতা গুরু দত্ত, যিনি 'পিয়াসা' বা 'কাগজ কে ফুল'-এর মতো ছবিতে মানুষের মনের অব্যক্ত যন্ত্রণা ও একাকিত্ব ফুটিয়ে তুলেছেন, তিনি আবেগের এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সমাজ যেখানে অতিরিক্ত আবেগপ্রবণতাকে দুর্বলতা হিসেবে দেখে, সেখানে তিনি একেই মানুষের সবচেয়ে বড় গুণ বলে মনে করতেন।
গুরু দত্ত বলতেন, "সংবেদনশীল হওয়া দুর্বলতা নয়। কারণ যারা গভীর ভাবে অনুভব করেন, তারা সত্যিকারের ভালোবাসতেও জানেন।"
তাঁর মতে, যে মানুষ কষ্ট বা আনন্দ গভীরভাবে অনুভব করতে পারে না, তার পক্ষে কাউকে মনপ্রাণ দিয়ে ভালোবাসা অসম্ভব। হৃদয়হীন বা অনুভূতিশূন্য মানুষ কখনো প্রেমিক হতে পারে না। সংবেদনশীল মানুষরাই অন্যের ব্যথা বোঝেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন। যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের মানবিক অনুভূতিগুলো বাঁচিয়ে রাখার এই বার্তা আজও বড্ড প্রাসঙ্গিক।
কেএন/টিকে