শবনম বুবলীকে ঘিরে ফের নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে-অভিনেত্রী নাকি আবার অন্তঃসত্ত্বা। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, আমেরিকা সফর থেকে ফেরার পর বুবলীর শারীরিক উপস্থিতি ও সাম্প্রতিক এক নৃত্যানুষ্ঠানে তার পোশাক দেখে অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন তিনি মা হতে চলেছেন।
তবে এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কল বা বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বুবলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনটি ভিত্তিহীন।
এর আগে ২০২০ সালে প্রথম সন্তানের মা হন বুবলী, যা দুই বছর গোপন থাকার পর প্রকাশ্যে আসে। শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্ম-সবকিছুই আগে গোপনেই ছিল, পরে প্রকাশ্যে আসে। সেই ইতিহাসই নতুন গুঞ্জনকে আরও জোরালো করেছে।
টিকে/