এবারের সিনেমা জগতে আলিয়া ভাট ও রণবীর সিংহের জুটি ফের আলো ছড়াচ্ছে। গল্লি বয় ও রকি অর রানী কীর প্রেম কাহানির পর এবার তারা একসঙ্গে হাজির হচ্ছেন নতুন এক জোরদার সিনেমায়, যার শিরোনাম প্রলয়। তবে এটি কোনো সাধারণ অ্যাপোক্যালিপ্স গল্প নয়।
সিনেমাটির মূল আকর্ষণ হলো আলিয়ার চরিত্র। কেবল প্রেমের প্রেক্ষাপট নয়, তার চরিত্রই পুরো কাহিনির মূল চালক। এক ধ্বংসপ্রাপ্ত বিশ্বের মাঝে নায়ককে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে বাধ্য করবে তার উপস্থিতি। এক সূত্রের মতে, “এ ধরনের ক্ষমতা আর কে ভালোভাবে দেখাতে পারবে যদি না আলিয়া ভাট? এমন এক্সপেরিমেন্টাল সিনেমার জন্য দর্শক যাদের বিশ্বাস করেন, তাদেরই থাকতে হবে মূল চরিত্রে।”
প্রলয়ে থাকছে জম্বি, বিশৃঙ্খলা ও বহুপাত্রিক চরিত্রের মিলিত সমন্বয়। এর কারণে ২০২৬ সালের সিনেমা জগতে এটি হতে পারে সবচেয়ে সাহসী ও অভিনব প্রয়াসগুলোর মধ্যে একটি। একই সঙ্গে এটি প্রমাণ করবে দুই ভারতীয় সুপারস্টারের অভিনয় বৈচিত্র্য ও শক্তিশালী কেমিস্ট্রি।
এমকে/টিএ