৫ দিনের রিমান্ডে মেজর সাদিক ও স্ত্রী জাফরিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর মো. সাদিকুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি নিয়ে রিমান্ডের এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন গত ১৫ ডিসেম্বর মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ২৪ ডিসেম্বর ধার্য করেন। তবে, ওইদিন তাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি।

পরে ওইদিনই মামলার তদন্ত কর্মকর্তা মেজর সাদিকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ও রিমান্ড বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন।

গত ২১ ডিসেম্বর জাফরিনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মোজাম্মেল হক মামুন। আদালত রিমান্ড বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। প্রথমে মেজর সাদিককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট এইচ এম আল আমিন রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন।

মেজর সাদিকের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সামরিক আদালত থেকে গত ২৯ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত করে মেজর সাদিককে তিন মাসের কারাদণ্ড প্রদান করে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন বলে জানা যায়। তিনি এ মামলার জড়িত সন্দেহভাজন আসামি। সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় গত ৩ জুলাই এবং ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী ভাটারার একটি কনভেনশন হলের ভেতর আওয়ামী লীগ, যার কার্যক্রম বর্তমানে স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ একত্রিত হয়ে একটি গোপন সভা অনুষ্ঠিত করে তাদের কর্মকাণ্ডকে গতিশীল ও সমর্থকদের উৎসাহিত এবং দেশে অরাজক পরিস্থিতি তৈরি বিষয়ক আলোচনা এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।

এ ছাড়া, ঢাকার বিভিন্ন কনভেনশন সেন্টার ও আবাসিক ভবনে স্ত্রী সুমাইয়া জাফরিনসহ একাধিকবার এ ধরনের গোপন প্রশিক্ষণ বা ওয়ার্কশপ করেছিল সাবেক সেনা কর্মকর্তা সাদিক।

আবেদনে আরও বলা হয়, মেজর সাদিক অপারেশন ঢাকা ব্লকেডের কানেক্টরের ভূমিকায় ছিলেন। এ আসামি ওই সংগঠনের মাঠপর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের সংগ্রহ করে ডাটা এন্ট্রি, বিভিন্ন গোপন কোড তৈরিতে সহায়তা করে। তিনি অন্যান্য আসামিদের গোপন কোড এবং ওই কোডের অনুকূলে ছদ্মনাম প্রদানসহ অনলাইন সিগন্যাল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ এবং গুগলের মাধ্যমে ওই সংগঠনকে একত্রিত করার মাস্টারমাইন্ড হিসেবে নিযুক্ত ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ ও ৮ জুলাই ওই কনভেনশন হলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩০০-৪০০ নেতাকর্মীকে নিয়ে গোপন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, মেজর (অব.) সাদিক সেখানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শাহবাগ দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

অন্যদিকে, সুমাইয়া তাহমিদ জাফরিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই কার্যক্রমের অন্যতম অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি সারা দেশে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের সুসংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সক্রিয়ভাবে কাজ করছেন।

ঘটনার মাস্টারমাইন্ডদের শনাক্ত করা, অর্থায়নের উৎস খুঁজে বের করা এবং বিদেশে অবস্থানরত ষড়যন্ত্রকারীদের তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত কর্মকর্তা এই দুই আসামির রিমান্ড প্রার্থনা করেন।

এ ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানার উপ-পরিদর্শক জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

সুমাইয়া তাহমিদ জাফরিনের মামলার বিবরণীতে বলা হয়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১-এর জব্বার টাওয়ারের পাশে ৩০ থেকে ৩৫ জন সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ ওই দিনই গুলশান থানায় মামলা দায়ের করে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে Dec 29, 2025
img
ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাহিদ ইসলাম Dec 29, 2025
img
সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান Dec 29, 2025
img
এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সামান্তা শারমিন Dec 29, 2025
img
এবারের নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে : ডা. তাহের Dec 29, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু Dec 29, 2025
img
এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম Dec 29, 2025
img
ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে : রুমিন ফারহানা Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিলেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান Dec 29, 2025
img
এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Dec 29, 2025
img
আই এম সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই : ফাহিম আল চৌধুরী Dec 29, 2025
img
সুষ্ঠু নির্বাচনের জন্য কম্বাইন অপারেশন জরুরি : ব্যারিস্টার ফুয়াদ Dec 29, 2025
img
১০০০ গোল না হওয়া পর্যন্ত অবসর নেবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো Dec 29, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের সাবেক সভাপতি আবদুল জব্বার Dec 29, 2025
img
সংসদ নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ Dec 29, 2025
img
এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ Dec 29, 2025
img
জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত Dec 29, 2025
img
মুস্তাফিজ ১৮ কোটিতে বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই : তাসকিন Dec 29, 2025
img
বিদেশি লিগ খেলে ৫% হলেও উন্নতি হবে: তাসকিন Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না : ইসি সচিব Dec 29, 2025