শীতের হিমেল হাওয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতিপটে অন্য এক শীতের আমেজ খুঁজে পেলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। যান্ত্রিক শহরের এই হালকা শীতে তার মনে পড়ছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো সেই বরফশীতল দিনগুলোর কথা।
বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতাটি যেন তার কাছে আজও কোনো এক সাদা জাদুর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করেছেন সাফা।
ছবির ক্যাপশনে তিনি তুলে ধরেছেন তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় এবং আমার প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’
তার কথায়, ‘হাড়কাঁপানো শীত থাকলেও চারপাশটা দেখতে ঠিক স্বচ্ছ সাদা জাদুর মতো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে। আর আমি আশা করি আবারও কোনো একদিন সেই অভিজ্ঞতা নিতে অলবানিতে ফিরে যাব।’
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারাবৃত প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা যেন প্রকৃতির এই অনন্য রূপকে প্রাণভরে উপভোগ করছেন। ভক্ত-অনুরাগীরাও তার এই স্নিগ্ধ রূপ আর স্মৃতিকাতর পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেছেন।
এসএন