সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না। আসিফ মাহমুদ এনসিপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম। তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন।
আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “আমি দলের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, সেটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করব। আমার দলের প্রত্যেক প্রার্থীকে নির্বাচিত করতে কাজ করে যাব। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করব।
এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।
এসএন