সম্প্রতি মঞ্চে ঘটে যাওয়া একটি মুহূর্ত নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। মুম্বইয়ের একটি কনসার্টে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে ‘থোড়ি সি দারু’ গান পরিবেশনার সময় ঘটেছে এক ঘনিষ্ঠ দৃশ্য। ভিডিয়োতে দেখা যায়, এপি তারার গালে চুম্বন করেন। সমাজমাধ্যমে মুহূর্তটি ভাইরাল হতেই শুরু হয় জল্পনা, তারা-বীরের সম্পর্কের অবনতি বা বিচ্ছেদের গুঞ্জন।
এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তারা ও বীর। তারা সাফ জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োটি ‘ক্লেভার এডিটিং’ করা হয়েছে। দুটি ভিন্ন সময়ের মুহূর্তকে পরপর বসিয়ে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা নেটাগরিকদের বিভ্রান্ত করেছে। অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ভুল তথ্য ছড়ানো হলেও তাদের সম্পর্কের উপর কোনও প্রভাব পড়ে না। তাঁর বক্তব্য, “চতুর সম্পাদনা বা প্রচার দিয়ে আমাদের সম্পর্কে ফাটল ধরানো যাবে না। সবশেষে ভালোবাসা ও সত্যের জয় হয়।”
বীরও নিজেই মন্তব্য করেছেন, ভাইরাল ভিডিওতে দেখা তাঁর প্রতিক্রিয়া আসলে অন্য গানের ফুটেজ থেকে নেওয়া হয়েছে, যা ‘থোড়ি সি দারু’র সময়ের নয়। এরপর তারা নিজের সামাজিক মাধ্যমে ওই দিনের আলাদা ভিডিও শেয়ার করেছেন, যা স্পষ্টভাবে দেখায় যে মঞ্চের মুহূর্তটি কেবল পারফরম্যান্সের অংশ ছিল, ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন নয়।
এর আগে চলতি বছরের জুলাই মাসে তারা স্পষ্ট করেছেন বীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও গুঞ্জন ভিত্তিহীন।今回 বিষয়টি নিয়েও তারা দুজনই সঙ্গতি বজায় রেখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।
এমকে/টিএ