সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের দুটো ম্যাচ স্থগিত করেছে বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্ত মানতে নারাজ খেলা দেখতে মাঠে আসা দর্শকদের একাংশ। স্টেডিয়ামের মূল প্রবেশপথে অবস্থান নিয়ে বিসিবির বিরুদ্ধে নানারকম স্লোগান দিয়ে খেলা মাঠে গড়ানোর দাবি করেন তারা।
সমর্থকদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। এতে অর্থের পাশাপাশি সময়ও ব্যয় হয়েছে তাদের। ফলে খেলা না দেখে তারা যেতে চান না তারা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। তবে বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে তার ২ ঘণ্টা আগেই খেলা স্থগিত ঘোষণা করে। তবে ১২টার দিক থেকেই স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন সমর্থকরা। খেলা স্থগিতের কথা জানতে পেরে হতাশ হয়ে অনেকেই স্টেডিয়াম ত্যাগ করেন। তবে ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ অবস্থান নেয় স্টেডিয়ামের মূল প্রবেশ পথে।
এসময় তারা বিভিন্নরকম স্লোগান দিতে শুরু করে। বিসিবি ভুয়া, খেলা চাই, দিতে হবে; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবির, আল্লাহু আকবর। কুমিল্লা থেকে আসা শামীম হোসেন (২৭) সময় সংবাদকে বলেন, 'আমরা দুই ভাই কুমিল্লা থেকে খেলা দেখতে এসেছি। আমাদের অর্থ আর সময়ের কোনো দাম নেই তাদের কাছে? আমাকে খেলা দেখতে দিতে হবে। আর খেলা বাতিল হলে আমার যাতায়াতের অর্থও দিতে হবে।'
প্রবেশ পথের অন্য পাশে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে দেড়টার দিকে স্টেডিয়ামের ফটকে ধাক্কা মারতে শুরু করেন সমর্থকরা। এসময় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর মিলত দল এসে তাদের প্রতিহত করে।
ফটক খুলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির দল ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায় সমর্থকরা। এসময় মাইকে করে তাদের স্টেডিয়াম এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়। ধীরে ধীরে জটলা সরে যায়।
টিজে/টিকে