তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক সংগ্রাম ও দেশবাসীর জন্য ত্যাগের কথা স্মরণ করা হয়।দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
এসএস/টিকে