দেওল পরিবারের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল সম্প্রতি অনুষ্ঠিত ‘ইক্কিস’-এর বিশেষ স্ক্রিনিং। মুম্বইয়ের আন্ধেরি পিভিআর আইকনে সোমসন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মেন্দ্রর শেষ সিনেমা দেখার জন্য একত্রিত হন দেওল পরিবারের সদস্যরা। তবে সবার দৃষ্টি আকর্ষণ করলেন আবেগপ্রবণ সানি দেওল। ধর্মেন্দ্রর ‘ইক্কিস’ পোস্টারের সামনে দাঁড়িয়ে তিনি চোখে জল ধরে রাখতে পারলেন না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি, ববি, অভয়সহ দেওল পরিবার এবং বলিউডের তাবড় তারকারা রেখা, জিতেন্দ্র, সালমান খান, তাব্বু, ফাতিমা সানা শেখ, মনীশ মালহোত্রা, রীতেশ-জেনেলিয়া সহ অনেকে। বিশেষভাবে নজর কাড়লো হেমা মালিনীর অনুপস্থিতি। কানাঘুষো চলেছে, সৎ মা হিসেবে স্মরণসভার মতো অনুষ্ঠানে হেমাকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অনুপস্থিতি পরিবারে বিদ্যমান ফাটলের ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।
স্ক্রিনিংয়ে সালমান খানও উপস্থিত ছিলেন। জন্মদিনের পর প্রথমবারের মতো এই বিশেষ প্রদর্শনে হাজির হয়ে সানি দেওলের সঙ্গে কিছু সময় কথা বললেন। ধর্মেন্দ্রর পোস্টারের প্রশংসা করতে দেখা গেল ভাইজানকে। সালমানের ভাষায়, ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই ছবি তার কাছে যেন পিতৃবিয়োগের অনুভূতি বহন করছে।
মূলত ২৫ ডিসেম্বর মুক্তির কথা ছিল ‘ইক্কিস’-এর, যা ধর্মেন্দ্রর শেষ সিনেমা। তবে নতুন বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি, ছবিটি মুক্তি পায়। সূত্রে জানা গেছে, বড়দিনের পরিবর্তনের পেছনে জয় অমিতাভ বচ্চনের জ্যোতিষ পরামর্শ ও শুভ তিথিনক্ষত্র বিবেচনা করা হয়েছে।
আরপি/এসএন