নতুন বছরের প্রাক্কালে এক নীরব কিন্তু গভীর বার্তা দিলেন দেব। সোশ্যাল মাধ্যমে ভাগ করে নেওয়া তাঁর কথাগুলো যেন শুধু ব্যক্তিগত উপলব্ধি নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠা এক শিল্পীর আত্মকথন। অতীতকে আঁকড়ে না ধরে সামনে এগোনোর আহ্বান জানিয়ে দেব স্মরণ করিয়ে দিলেন, রাগ, হিংসা আর অভিমান এই তিনটি অনুভূতি মানুষের ভেতরটাই ধীরে ধীরে ক্ষয় করে দেয়।
দেবের কথায় স্পষ্ট, জীবনের পথে এগোতে গেলে মানসিক ভার কমানো জরুরি। যত বেশি বোঝা জমে, ততই পথ সংকীর্ণ হয়ে আসে। তাই নিজের ভেতরের অপ্রয়োজনীয় ভার নামিয়ে রাখার চেষ্টাই বাঁচার সহজ উপায়। এই বার্তায় কোথাও অভিযোগ নেই, আছে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা, সাফল্য আর সমালোচনার মধ্য দিয়ে যে উপলব্ধি জন্ম নেয়, তারই প্রতিফলন ধরা পড়েছে দেবের এই কথায়।
তারকার ঝলমলে জীবনের আড়ালে যে একটানা সংগ্রাম, চাপ আর মানসিক লড়াই থাকে, সে কথাও যেন নীরবে মনে করিয়ে দিলেন তিনি। ভক্তদের কাছে এই বক্তব্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং থেমে দাঁড়িয়ে নিজেকে নতুন করে দেখার এক সুযোগ হয়ে উঠেছে।
আরপি/এসএন