নতুন বছরে মুক্তির আগেই তীব্র বিতর্কে জড়িয়েছে ‘দৃশ্যম ৩’। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। চুক্তিভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। এই ঘটনার মাঝেই অতীতের এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ‘সেকশন ৩৭৫’ ছবির চিত্রনাট্যকার ও পরিচালক মণীশ গুপ্ত।
মণীশ গুপ্ত দাবি করেন, ২০১৭ সালে তাঁর পরিচালিত ‘সেকশন ৩৭৫’ ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় খান্না চুক্তিবদ্ধ হয়েছিলেন। পারিশ্রমিক ধরা হয়েছিল দুই কোটি টাকা। শুটিং শুরুর আগে অগ্রিম ২১ লাখ টাকা নেওয়ার পর হঠাৎ করেই শুটিংয়ে অনুপস্থিত হয়ে পড়েন অক্ষয়। শুধু তাই নয়, একই সময়ে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির শুটিং করতে লন্ডন চলে যাওয়ায় মণীশের ছবির শুটিং ছয় মাস পিছিয়ে যায় বলে অভিযোগ।
পরিচালকের আরও দাবি, লন্ডন থেকে ফেরার পর অক্ষয় আগের চুক্তি মানতে অস্বীকার করেন এবং পারিশ্রমিক বাড়িয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা দাবি করেন। সেই দাবি পূরণ না হওয়ায় ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। এমনকি প্রযোজকের সঙ্গে মিলে তাঁকে পরিচালকের পদ থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মণীশের অভিযোগ, দীর্ঘ তিন বছরের পরিশ্রম একেবারেই নষ্ট হয়ে যায়।
মণীশ গুপ্ত জানান, সে সময় তিনি আইনি পথে হাঁটলেও প্রযোজক কুমার মঙ্গত আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন। অথচ আজ সেই একই কুমার মঙ্গত ‘দৃশ্যম ৩’ নিয়ে প্রায় একই অভিযোগে অক্ষয় খান্নার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন যাকে তিনি ভাগ্যের নির্মম পরিহাস বলেই উল্লেখ করেছেন।
এমকে/টিএ