রাজ চক্রবর্তীর বহুপ্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’-এর সংলাপ বিতর্ক তুঙ্গে পৌঁছেছে। টিজারের এক দৃশ্যে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!”—যা শুনেই সোশ্যাল মিডিয়ায় ক্ষুদিরাম বসুর প্রতি অসম্মানের অভিযোগ ওঠে। একাংশ দর্শক ও সমাজমাধ্যম ব্যবহারকারীরা মনে করছেন, বাঙালি বীর সন্তানকে নিয়ে এমন সংলাপ অনুচিত।
এই ইস্যুতে মুখ খুলেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উনি চাইলে অন্য নাম রাখতে পারতেন, সচেতন হওয়ার প্রয়োজন ছিল। মানুষ মাত্রই ভুল হয়, ওনিও হয়তো তাই হয়ে গেছে। তবে আমাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা হওয়া উচিত।” রচনা উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ার যুগে এমন বিষয় দ্রুত ইস্যু হয়ে যায়।
শাশ্বত চট্টোপাধ্যায় এই বিতর্ক প্রসঙ্গে জানান, “পুরো ছবি না দেখে যাঁরা মন্তব্য করেন, তাঁদের নিয়ে ভাবার সময় নেই আমার।” আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ‘হোক কলরব’, এবং সেই ছবি প্রদর্শিত হলে বিতর্কের সমাধানও পাওয়া যেতে পারে।
এমকে/টিএ