নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করবেন মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন ২০২৬ সালের আগমনী বার্তায় যখন হাজার হাজার নিউইয়র্কবাসী টাইমস স্কয় উৎসবে মেতে থাকবেন, ঠিক সেই মুহূর্তেই মধ্যরাতে জোহরান মামদানি মাটির নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মেয়র হিসেবে শপথ গ্রহণ করনে

৩৪ বছর বয়সী মামদানি নববর্ষের প্রাক্কালে সিটি হলের নিচে অবস্থিত অব্যবহৃত এই ঐতিহাসিক স্টেশনে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন, যা একসময় লোকাল ৫ ট্রেনের টার্নঅ্যারাউন্ড হিসেবে ব্যবহৃত হতো।

এই অস্বাভাবিক স্থান নির্বাচনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মামদানি জানান, এটি প্রতীকীভাবে শহরে "একটি নতুন যুগের সূচনার" প্রতিধ্বনি। তিনি এক বিবৃতিতে বলেন, এই স্টেশনটি এমন একটি শহরের বাস্তব স্মৃতিস্তম্ভ, যা একদা সুন্দর হতে এবং শ্রমজীবী মানুষের জীবনকে রূপান্তরিত করার লক্ষ্যে দুর্দান্ত কিছু তৈরি করার সাহস দেখিয়েছিল। সেই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে বা সিটি হলের নিচের টানেলে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং ওপরের ভবন থেকে নিউ ইয়র্কবাসীদের সেবা করার জন্য আসা প্রশাসনের মূল উদ্দেশ্যই হবে সেই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি ১৯০৪ সালে শহরের মূল ২৮টি স্টেশনের একটি হিসেবে চালু হয়েছিল এবং ১৯৪৫ সালে আধুনিকীকরণের সময় এটি বাতিল করা হয়। পরবর্তীকালে ১৯৭৯ সালে এটি নিউ ইয়র্ক সিটির ল্যান্ডমার্ক এবং ২০০৪ সালে ঐতিহাসিক স্থানের জাতীয় নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়। মামদানি বলেন, লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীকে সুযোগের এক নতুন যুগে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি বিনীত এবং আমাদের শহরের মহত্ত্বের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পেরে সম্মানিত বোধ করছি।

মধ্যরাতের এই অনুষ্ঠানে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। জেমস এই স্থান নির্বাচনকে যথার্থ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পরিবহন ব্যবস্থা নিউ ইয়র্কবাসীদের মহান সমতা প্রদান করে। ব্যক্তি হিসেবে আমাদের সব শক্তি ও দুর্বলতা থাকা সত্ত্বেও, আমরা ট্রেনে চড়ে একসাথে ভ্রমণ করি। জোহরান আমাদের পরবর্তী মেয়র কারণ তিনি বোঝেন যে, আপনি যে সাবওয়ে লাইনই ব্যবহার করুন না কেন, পাশাপাশি বসবাসকারী নিউ ইয়র্কবাসীদের এমন একটি শহরের যোগ্য হতে হবে যেখানে আমরা সবাই উন্নতি করতে পারি।

মধ্যরাতের অনুষ্ঠানের পর, বুধবার দিনের ভাগে সিটি হলের সিঁড়িতে একটি প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তাকে পুনরায় শপথ বাক্য পাঠ করাবেন এবং এরপর ব্রডওয়েতে একটি বর্ণাঢ্য ব্লক পার্টির আয়োজন করা হবে।

এই অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রাক্তন প্রগতিশীল ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিও তার উপস্থিতি নিশ্চিত করেছেন, তবে প্রাক্তন মেয়র মাইক ব্লুমবার্গ এবং রুডি গিউলিয়ানি এখনো কিছু জানাননি। অন্যদিকে, বিদায়ী মধ্যপন্থী ডেমোক্র্যাট মেয়র এরিক অ্যাডামস বিষয়টি নিয়ে কিছুটা দোটানায় রয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাডামস জানান, তিনি মামদানির সাথে কথা বলে নিশ্চিত হতে চান যে তার উপস্থিতি "দিনটিকে ব্যাহত করবে না"।

মামদানি সমর্থকদের দিকে ইঙ্গিত করে অ্যাডামস বলেন, টি একটি ঐতিহাসিক দিন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সমর্থকদের মধ্যে কেউ কেউ সবকিছুর প্রতিবাদ করে। তবে যদি তিনি 'কুল' হন, আমিও 'কুল'। এর জবাবে মামদানি জানিয়েছেন, তার পূর্বসূরী শপথগ্রহণে স্বাগত।

শপথ গ্রহণের প্রস্তুতির মধ্যেই মামদানির একটি নিয়োগ নিয়ে প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের সাথে তার বাদানুবাদ সৃষ্টি হয়েছে। মামদানি ৫৬ বছর বয়সী লিলিয়ান বনসিগনোরকে অগ্নিনির্বাপণ বিভাগের (FDNY) প্রধান হিসেবে নিযুক্ত করেছেন, যিনি একজন প্রকাশ্যে সমকামী এবং অভিজ্ঞ জরুরি চিকিৎসা পরিষেবা (EMS) নেতা। মাস্ক সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, জীবন যখন ঝুঁকির মুখে থাকে তখন প্রমাণিত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ এবং তিনি বনসিগনোরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

এর কড়া জবাবে মামদানি লিখেছেন, অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, আর এই কারণেই আমি এমন একজনকে নিযুক্ত করেছি যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ইএমএস-এ কাজ করেছেন। আপনি কি জানেন, এফডিএনওয়াই-তে আসা সমস্ত কলের কমপক্ষে ৭০ শতাংশই এই কর্মীবাহিনী সামলায়?

উল্লেখ্য, বিদায়ী মেয়র অ্যাডামস তার মেয়াদের শেষ কদিনের জন্য মার্ক গুয়েরাকে অগ্নিনির্বাপণ প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। মামদানি এ বিষয়ে বলেন, মেয়র এই বছরের শেষ পর্যন্ত দায়িত্বে আছেন এবং সিদ্ধান্ত নিতে স্বাধীন। তবে লিলিয়ানের আলো অন্য কোনো কিছু দ্বারা ম্লান করা যাবে না।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

আরআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Jan 01, 2026
img
আরব আমিরাতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত Jan 01, 2026
img
তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ পাকিস্তানের স্পিকারের Jan 01, 2026
img
মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত Dec 31, 2025
img
শাহজাহান চৌধুরীর হাতে নগদ ১ কোটি ৩৪ লাখ টাকা, হলফনামায় ৭১ মামলা Dec 31, 2025
img
২ দেশের সম্পর্ক সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা নরেন্দ্র মোদীর Dec 31, 2025
img
নতুন বছরে নির্বাচন ও গণভোট আয়োজন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে : প্রধান উপদেষ্টা Dec 31, 2025
img
‘হ্যাপি ২০৩০’ লিখে ট্রলের শিকার বাদশা Dec 31, 2025
img
নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে: গোলাম পরওয়ার Dec 31, 2025
img
নববর্ষের অঙ্গীকার হবে-অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান Dec 31, 2025
img
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত Dec 31, 2025
img
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার Dec 31, 2025
img
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান: তারেক রহমান Dec 31, 2025
img
দুঃসংবাদ দিয়ে বছর শেষ হলো এমবাপ্পের! Dec 31, 2025
img
গোপনে মেয়ের বিয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান Dec 31, 2025
img
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের উদ্যোগ নিল ফ্রান্স Dec 31, 2025
img
৫০তম ছবিতে সমাজসেবকের ভূমিকায় নতুন চ্যালেঞ্জে দেব Dec 31, 2025
img
মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব Dec 31, 2025
img
লিখে নিন, এবার পশ্চিমবঙ্গে আমাদেরই সরকার: অমিত শাহ Dec 31, 2025
মন প্রশান্ত করার উপায় | ইসলামিক টিপস Dec 31, 2025