শেষ ভালো যার সব ভালো তার। তবে বছরের শেষ দিনে এই প্রবাদটা প্রযোজ্য হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে। ২০২৫ সালের শেষ দিনেই যে দুঃসংবাদ শুনতে হলো তাকে। আর তার দুঃসংবাদ মানে রিয়াল মাদ্রিদেরও তাই।
এমবাপ্পের হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে। এক বিবৃতি দিয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। লিখেছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের চোটের ফল হাতে এসেছে। তার বাঁ হাটু মচকে গেছে।
তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এমবাপ্পেকে কতদিন বাইরে থাকতে হবে রিয়াল না জানালেও সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে, কমপক্ষে ৩ সপ্তাহ ফরাসি ফরোয়ার্ডকে বাইরে থাকতে হবে। কয়েক সপ্তাহ ধরেই রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের হাঁটুর সমস্যা। চোটকে খুব একটা গুরুত্ব না দিয়ে মাইনর মনে করে ম্যাচ খেলেন তিনি।
তবে এমআরআইয়ে এবার নিশ্চিত হওয়া গেছে তার এখন পুরো দমে বিশ্রাম প্রয়োজন।
এমবাপ্পের বিশ্রাম মানেই রিয়ালের জন্য ধাক্কার। কেননা এ মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। সবমিলিয়ে ২৪ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন তিনি। সহায়তা করেছেন ৫টিতে।
দুর্দান্ত ছন্দে থাকা শিষ্যকে ছাড়াই তাই নতুন বছর শুরু করতে হবে কোচ জাবি আলানসোকে। বার্সেলোনার (৪৬) থেকে ৪ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৪২) নতুন বছর শুরু করবে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে আগামী ৪ জানুয়ারি।
এমকে/টিএ