ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প তো আজ পুরো বিশ্বের জানা। তিনি মানুষ হিসেবে কেমন? এই প্রশ্নের উত্তর মিলল লুকা মদ্রিচের কণ্ঠে। ক্রোয়াট তারকার মতে, পর্তুগিজ তারকার হৃদয়টা অনেক বড়।
রোনালদোর সঙ্গে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ মদ্রিচের। রিয়াল মাদ্রিদে দুইজন একসঙ্গে দীর্ঘ সাত বছর খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অনেক শিরোপা। লম্বা এই সময়ে পাঁচবারের ব্যালন দ’র জয়ীকে ভালোভাবে বোঝার সুযোগ হয়েছে ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচের।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। আর টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমান মদ্রিচ।
২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে চলে যান রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন তিনি খেলছেন সৌদি ক্লাব আল নাস্রের হয়ে।
আর চলতি বছর রেয়াল মাদ্রিদে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন মদ্রিচ। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোররিয়ের দেল্লা সেরা’-এর সঙ্গে আলাপকালে রোনালদোর মানসিকতার প্রশংসা করেন তিনি।
“ক্রিস্তিয়ানোর সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করি, কারণ আমি তার সঙ্গে খেলেছি, মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, সে কেবল একজন অসাধারণ ফুটবলারই নয়, চমৎকার একজন মানুষও। লোকে এটা জানে না, তবে তার হৃদয়টা অনেক বড়, সবসময় অন্যকে সহায়তা করতে মুখিয়ে থাকে।”
রোনালদো ও মদ্রিচ রিয়ালের জার্সিতে এক সঙ্গে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তারা দুইজন একসঙ্গে ক্লাবে থাকার সময়টায় একবার লা লিগাও জিতেছিল রিয়াল মাদ্রিদ।
এমআর/টিএ