২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। দক্ষিণ এশিয়ার কন্ডিশন বিবেচনা করে অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে স্পিনার নির্ভর। অস্ট্রেলিয়ার দলে রাখা হয়নি মিচেল স্টার্ককে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন ম্যাক্সওয়েল, হেড, কামিন্সরা। তবে এবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ায় স্পিনারদের নিয়েই অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে।
স্কোয়াডে মূল স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুহনেম্যান। এছাড়াও, স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ছাড়াও রয়েছেন কুপার কনলি এবং ম্যাথু শর্ট।
এদিকে অস্ট্রেলিয়া দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের না থাকা। ২০২৪ সালের জুন মাসে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
স্পেন্সার জনসন ও বেন ডোয়ারশুইসের জায়গা হয়নি। এই দুই পেসারই দারুণ ছন্দে আছে চলমান বিগ ব্যাশে। এই দুই পেসারের জায়গায় অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাক পেয়েছেন নাথান এলিস এবং জেভিয়ার বার্টলেট।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া রয়েছে 'বি' গ্রুপে। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ-স্বাগতিক শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান এবং জিম্বাবুয়ে। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
আরআই/টিএ