কথায় বলে, বাঙালির পায়ের তলায় সর্ষে। বেড়ানোর নাম শুনেই মুখে হাসি ছড়িয়ে পড়ে। মৌনী রায়ও তার ব্যতিক্রম নয়। কানাঘুষো, বছরশেষে গোয়ায় গার্লস ট্রিপে রয়েছেন অভিনেত্রী।
আর বেড়ানোর সময় মৌনীর দোসর দিশা পাটানি। বেশ কয়েক বছরের বন্ধুত্ব দুজনের।
এবারের ট্রিপেও মৌনীর সঙ্গী দিশা। আরও বন্ধুরা যদিও রয়েছেন এই দুই কন্যার সঙ্গে, তবে মৌনী-দিশাই তাঁদের মধ্যমণি।
মৌনীর শেয়ার করা ছবিতেই দেখা গেল, চেটেপুটে বর্ষবরণের স্বাদ উপভগ করছেন দিশা এবং বাকি বন্ধুদের সঙ্গে। সঙ্গে অভিনেত্রীদ্বয়ের পোষ্যরাও রয়েছে।
কখনও মনোকিনি পড়ে সমুদ্র সৈকতে, কখনও আবার রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছেন বলিউডের দুই নায়িকা। নজর কাড়ল মৌনীর গেরুয়া পোশাক। আর অফ শোল্ডার গাউনে অপ্সরা দিশা।
আর ট্যুরের সেসব বিশেষ মুহূর্তই লেন্সবন্দি করে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লেখা- 'পজিটিভলি এক্সটিক'। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ইতিবাচকভাবে অসাধারণ'।
আসলে মৌনী এবং দিশা দুজনেই 'লিভিং অফ আর্টে' বিশ্বাসী। মাঝেমধ্যেই ব্যস্ত শিডিউলের অবসরে সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক চর্চায় যান তাঁরা।
এবার নতুন বছরকেও যে সেই পজিটিভ মনোভাব নিয়েই স্বাগত জানাতে চলেছেন, সেকথাই জানিয়ে দিলেন মৌনী রায়।
মৌনী এবং দিশার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তবে তাঁদের ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের একাংশ 'সমকামী' তকমা দিয়েছেন।
কিন্তু দুই বান্ধবী বরাবরই কারও পরোয়া করে না! এবার নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মৌনী-দিশা।
আরআই/টিএ