সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতে ‘আসল’ বোমা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পঁচিশ সালে বছরভর চর্চায় থেকেছে ‘স্পিরিট’। কখনও সিনেমার ডাকসাইটে বাজেট নিয়ে আলোচনা হয়েছে তো কখনও বা আবার দীপিকা পাড়ুকোনের ছাঁটাই নিয়ে ‘মুখ পুড়েছে’ পরিচালক ভাঙ্গার। তখন থেকেই দর্শক-অনুরাগীদের কৌতূহল, প্রভাসের বিপরীতে দীপিকার পরিবর্তে কোন নায়িকাকে দেখা যাবে? বুধবার মাঝরাতে সেসমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ‘স্পিরিট’-এর লুক প্রকাশ্যে আনলেন ভাঙ্গা। আর তাতেই নেটভুবনে বিতর্কের ঝড়।
দীপিকা পাড়ুকোনের বদলে প্রথমটায় প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার কথা শোনা গেলেও বর্ষবরণের রাতে প্রভাসের শেয়ার করা পোস্টারে দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর ‘ভাবি ২’ তৃপ্তি দিমরিকে। গত চব্বিশ সালে ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর থেকেই যে অভিনেত্রী পরিচালক-প্রযোজকদের ‘আই ক্যান্ডি’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। কিন্তু দীপিকা বা প্রিয়াঙ্কার বিকল্প হিসেবে তৃপ্তিকে মোটেই মেনে নিতে পারছেন না নেটবাসিন্দাদের একাংশ। অতঃপর যাবতীয় রাগ গিয়ে পড়েছে ভাঙ্গার উপর! ততোধিক চর্চিত প্রভাসের ‘স্পিরিট’ লুক। যা নিয়ে সোশাল পাড়া আপাতত দ্বিখণ্ডিত।

প্রথম পোস্টারেই দুই মুখ্য চরিত্রের লুক ফাঁস করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দেখা গেল, খালি গায়ে শরীরজুড়ে ক্ষতের চিহ্ন। বাঁধা ব্যন্ডেজ। চোখে রোদচশমা আর কাঁধ পর্যন্ত লম্বা চুল। হাতে ধরা পাণীয়ের বোতল। মুখে ধরা সিগারেট। যা জ্বালিয়ে দিচ্ছেন ‘প্রেয়সী’ তৃপ্তি। আর দক্ষিণী অভিনেতার এহেন লুক দেখেই নেটপাড়ায় শোরগোল। প্রভাস অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়ে ‘ব্লকবাস্টার ব্যবসা’র ভবিষ্যদ্বাণী করলেও সিংহভাগ নেটবাসিন্দারা আবার ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুরের লুকের সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন। একাংশ আবার সস্তার অ্যানিম্যাল বলেও কটাক্ষ করতে করতে ছাড়লেন না। সবমিলিয়ে লুক প্রকাশ্যে আসার পরও নেতিবাচক লাইমলাইটে ‘স্পিরিট’।