বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে সাদমান ইসলামকে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে চলমান আসরের মাঝ পথে দল পেয়েছেন বাঁহাতি ব্যাটার। চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে খেলবেন এবারের আসর। নতুন করে দল পাওয়াতে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাদমান, বলছেন নিজেকে প্রমাণ করার এখনই সময়।
টেস্ট ক্রিকেটার’ তকমা থেকে বেরিয়ে ছোট ফরম্যাটেও নিজেকে মেলে ধরতে চান সাদমান। তার ইচ্ছে অন্যদের মতো সব ফরম্যাটে খেলার। চট্টগ্রাম রয়্যালসে সুযোগ পাওয়া প্রসঙ্গে সাদমান ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমে বলেন, ‘আলহামদুলিল্লাহ, কারণ অবশ্যই তো ইচ্ছা থাকে সবার প্রত্যেকটা ফরম্যাট খেলার। সুযোগ আসছে, এখন নিজেকে প্রমাণ করার সময়।’
নিলামের আগের ছন্দে ছিলেন এনসিএলে, এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘হ্যাঁ, তা তো অবশ্যই (এনসিএল টি-টুয়েন্টির ধারাবাহিকতা রাখতে) চাই। কিছুদিন আগেই টি-টুয়েন্টি খেলা হয়েছে, যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব। যেভাবে এনসিএলটা খেলছি ওভাবেই ব্যাটিং করার।’
টি-টুয়েন্টি খেলার জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তা এবং সময় পাওয়ার বিষয়টিও উঠে আসে তার কথায়। সাদমান বলেছেন, ‘এনসিএল টি-টুয়েন্টিটা যেভাবে অনুশীলন করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি আশা করি ভালো হবে।’
‘টি-টুয়েন্টি তো সবসময় খেলা হয় না। তো টেস্টের সাথে সাথে যদি টি-টিয়েন্টি বা ওয়ানডে খেলা থাকে, তখন ওভাবে একটা প্রস্তুতি নেয়ার সময় থাকে। তো হুট করে যখন টি-টুয়েন্টি আসে একটা প্রস্তুতি নেয়ার দরকার হয়। এখানে দুই-তিন দিন সময় পেয়েছি, চেষ্টা করছি কীভাবে নিজেকে প্রস্তুত রাখা যায়। ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব।’
এসকে/টিএ